কীভাবে অ্যাড মানি করবেন?
১. নগদ অ্যাপ-এ লগ ইন করে অ্যাড মানি অপশনে যান
২. ব্যাংক টু নগদ সিলেক্ট করে National Bank আইকনে ট্যাপ করুন
৩. ইন্টারনেট ব্যাংকিং ইন্টারফেসে লগ ইন করুন
৪. যে নগদ একাউন্টে অ্যাড মানি করবেন, সেটি বেনিফিসিয়ারি হিসেবে যোগ করুন
৫. তারপর ব্যাংক একাউন্ট থেকে যেকোনো নগদ একাউন্টে অ্যাড মানি করুন, অনায়াসে
অবশ্যই মনে রাখবেন, ব্যাংক থেকে নগদ- এ টাকা আনতে, ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু রাখতে হবে। এজন্য আগে NBLiPower App ডাউনলোড করে ন্যাশনাল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে নিজে নিজেই রেজিস্ট্রেশন করে নিন। যেকোনো প্রয়োজনে ব্যাংকের সাথে যোগাযোগ করুন।
Loan Payable (Per Month) | : 8,561 BDT |
Total Interest Payable | : 2,729 BDT |
Total Payment (Principal + Interest) | : 102,729 BDT |