ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সাথে ব্যবসায় পর্যালোচনা ও ঋণ আদায় সভা আজ ০৯/১০/২০২১ তারিখে ব্যাংকের যশোর শাখায় অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহ্ সৈয়দ আব্দুল বারী সভাটি পরিচালনা করেন। এসময় তিনি ব্যাংকের ২০২১ সালের লক্ষ্যমাত্রা অর্জন, ব্যবসার সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন, শ্রেণীকৃত ঋণ আদায়ে কৌশলগত পদক্ষেপ গ্রহণসহ অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোকপাত ও দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং ব্যাংকের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Loan Payable (Per Month) | : 8,561 BDT |
Total Interest Payable | : 2,729 BDT |
Total Payment (Principal + Interest) | : 102,729 BDT |