করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ‘ফাউন্ডেশন কোর্স’। উক্ত কোর্সে ট্রেনি এসিস্টেন্ট (জেনারেল) থেকে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার পর্যায়ের ৩৫ জন কর্মকর্তা স্বশরীরে অংশগ্রহণ করছেন। কোর্সের শুরুতেই সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানার বিশেষ পরামর্শ দেওয়া হয়। ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ্ সৈয়দ আব্দুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগের প্রধান জনাব শেখ আকতার উদ্দিন আহমেদ এবং ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও ভিপি জনাব শাহ্ সৈয়দ রাফিউল বারী।
কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সাল থেকে গোটা পৃথিবী শতাব্দীর ভয়াবহতম সময় পার করছে। এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এত মারাত্মক যে বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলো এখনও এর প্রভাব কাটিয়ে উঠার লড়াই করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। করোনা প্রকোপের ফলে বাংলাদেশ ইতোমধ্যে স্বাস্থ্য, অর্থনীতি, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে সঙ্কটের মুখোমুখি হয়েছে। বস্তুত, কোভিড-১৯ দেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। ভাইরাসের সংক্রমণকে নিয়ন্ত্রণে আনার জন্য গত বছরের মার্চে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বশরীরে উপস্থিত হয়ে সেবা নেওয়া-দেওয়ার কার্যক্রম বন্ধ করে দেয় সরকার। এরই ধারাবাহিকতায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এসময় ডিজিটাল প্ল্যাটফর্মে প্রশিক্ষণ কর্মকাণ্ড অব্যাহত ছিল। দেশের বর্তমান পরিস্থিতিতে মহামারির সংক্রমণ কমায় ক্রমশ স্বাভাবিক নিয়মে ফিরতে শুরু করেছে জীবন। ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের সাথে এখন ইন্সটিটিউট তাদের নিয়মিত কার্যক্রম শুরু করেছে।
Loan Payable (Per Month) | : 8,561 BDT |
Total Interest Payable | : 2,729 BDT |
Total Payment (Principal + Interest) | : 102,729 BDT |